লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার ১. এসআই (নিরস্ত্র) মোঃ হুমায়ুন কবীর (বিপি নং-৭৩৯১০৬৯১৪৭) () কর্মক্ষেত্রের ঠিকানা : গ্রাম- লালপুর (লালপুর থানা, নাটোর।) , উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ লালপুর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া লালপুর থানাধীন জোকাদহ গ্রামস্থ জনৈক মোঃ রহমত আলী (২৬), পিতা- মৃত ইব্রাহিম মন্ডল এর চায়ের দোকানের পিছনে ফাঁকা জায়গায় হইতে ইং ০৪/০৮/২০২১ তারিখ ২০.১০ ঘটিকার সময় আসামী ১. মোঃ গোলাম রসুল (৪০), পিতা- মোঃ তুষ্ট শেখ স্থায়ী : গ্রাম- শিবপুর, উপজেলা/থানা- আমিনপুর, জেলা -পাবনা, বাংলাদেশকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।