অদ্য ২০-০৭-২০২১ খ্রিঃ নাটোর জেলার সিংড়া থানা পুলিশ কর্তৃক ১। ০৫ (পাঁচ) কেজি শুকনা গাঁজা ২)০১ (এক)টি নীল রংয়ের CAR(SALOON) TOYOTA ব্রান্ডের পুরাতন প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১১-০০৫৭, চেসিস নং-AE915303721, ইঞ্জিন নং-5A3878242 ৩) ০১ (এক) টি রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ঢাকা মেট্রো-গ-১১-০০৫৭ সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব লিটন কুমার সাহা (পিপিএম-বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং জনাব মোঃ নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম অফিসার ইনচার্জ সিংড়া থানা, নাটোর এর সার্বিক তত্ত্বাবধানে সিংড়া থানার পুলিশের এসআই(নিঃ)/ মোঃ মোজাম্মেল হক এবং সঙ্গীয় এএসআই/ পবিত্র কুমার, এএসআই/মোঃ শরীফুল ইসলাম ও ফোর্সসহ নাটোর জেলার সিংড়া থানাধীন জামতলী বাজারস্থ জনৈক মোঃ গোলজার এর পানের দোকানের সামনে নাটোর বগুড়া মহাসড়কে চেকপোষ্ট ডিউটি করাকালে উক্ত মাকদ দ্রব্যসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো- ১। (DSL4T) মোঃ জাহাঙ্গীর আলম @ আলম হাজী (৪২), পিতা- মোঃ মিজানুর রহমান স্থায়ী : গ্রাম- বাখান্ডা, উপজেলা/থানা- সিংড়া, জেলা -নাটোর, বাংলাদেশ বর্তমান : গ্রাম- চাদপুর (প্রফেসর মোঃ মামুন এর বাসার ভাড়াটিয়া) , উপজেলা/থানা- সিংড়া, জেলা –নাটোর। এই সংক্রান্তে সিংড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয় যাহার মামলা নং-০৬ তাং-২০/০৭/২০২১ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) সারণি ১৯(ক).