ইং-১১/০৭/২০২১ তারিখ শাহজাদপুর থানার ‍পুলিশ টিম ৩০ লিটার দেশীয় চোলাই মদ সহ ০১ জন আসামীকে গ্রেফতার করেন।

ইং-১১/০৭/২০২১ তারিখ শাহজাদপুর থানার এসআই (নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম  সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ কোরবান আলী ফকির (৪১), পিতা- মৃত হোসেন আলী ফকির স্থায়ী : গ্রাম- জামিরতা (কলেজ পাড়া) , থানা- শাহজাদপুর, জেলা –সিরাজগঞ্জকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ সহ  শাহজাদপুর থানাধীন জামিরতা ডিগ্রি কলেজের ০৪ তলা বিশিষ্ট মূল ভবনের পূর্ব পার্শ্বে টয়লেটের ট্যাংকীর উত্তর পার্শ্বে ঘাসের উপর থেকে গ্রেফতার করেন এবং শাহজাদপুর মামলা নং-১৩, তারিখ-১১/০৭/২১ ধারা-৩৬(১) এর ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মুলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage