ইং ০৯/০৬/২০২১ তারিখ শাহজাদপুর থানার পুলিশ টিম টাকা ও মোবাইল দ্বারা লুডু খেলার অপরাধে গ্রেফতার করেন।

ইং ০৯/০৬/২০২১ তারিখ শাহজাদপুর থানার এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম অফিসার ও ফোর্সগন কর্তৃক শাহজাদপুর থানাধীন বাঘাবাড়ী হইতে বেড়া থানা গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ পারভেজ এর ওয়ার্কশপ দোকানে টিনের ছাপড়াঝাপ খোলা ঘরের মধ্যে আসামী ১। মোঃ কাবিল হোসেন (৪৪), পিতা- হাজী আফাজ প্রাং, গ্রাম- বাঘাবাড়ী (পশ্চিমপাড়া) ২। মোঃ লাল মিয়া (৪৭), পিতা- মৃত রফিজ মন্ডল  গ্রাম- বাঘাবাড়ী (পূর্বপাড়া) ৩। মোঃ আব্দুল বারেক (৪২), পিতা- মৃত সাইতুল্লাহ প্রাং  গ্রাম- বাঘাবাড়ী (পশ্চিম পাড়া ) ৪। মোঃ মানিক প্রাং (৪৫), পিতা- মৃত সাইতুল্লাহ প্রাং স্থায়ী : গ্রাম- বাঘাবাড়ী (পশ্চিম পাড়া ), ৫। মোঃ সোহেল (৩০), পিতা- মোঃ হাকিম শেখ স্থায়ী : গ্রাম- বাঘাবাড়ী (পশ্চিম পাড়া ) , সকলের থানা- শাহজাদপুর, জেলা –সিরাজগঞ্জদের হেফাজত হইতে সর্বমোট ৩০,৩০০/-(ত্রিশ হাজার তিনশত) টাকা, ২। জুয়া খেলার ০১টি কালো রংয়ের OPPO মোবাইল সেট  উদ্ধার পুর্বক  নিয়মিত মামলা মুলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage