ইং-০৫/০৭/২০২১ তারিখ শাহজাদপুর থানার এএসআই বিপ্লব হোসেন, এএসআই সুমন চন্দ্র, এএসআই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর নং-১৭৮/১৬ (বেড়া), সাজা প্রাপ্ত আসামী মোঃ জিবুল ফকির (৩৫), পিতা- মৃত হবি ফকির , গ্রাম- হাট পাচিল (পূর্বপাড়া) , থানা- শাহজাদপুর, জেলা –সিরাজগঞ্জকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।