এএসআই (নিরস্ত্র)/মোঃ তৌহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ইং ০৫/১০/২০১৯ তারিখ ১৭:৩৫ ঘটিকায় অত্র থানাধীন রহনপুর পৌরসভাস্থ কলেজ মোড়ে সিএনজি স্ট্যান্ডের সামনে পাকা রাস্তায় আসামী-১. মোঃ মেহেরাব হোসেন @ অপি (২০), পিতা- মোঃ বাচ্চু আলী, গ্রাম- বড় হাদিনগর, ২.মোঃ সবুজ @ সুজন (২৭), পিতা- মোঃ মামলত আলী গ্রাম- ছোট চকদৌলতপুর, উভয় থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে ৭০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ আটক করেন।