বগুড়া জেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার।

এসআই(নিঃ)/ মোঃ রিপন মিঞা, বিপি-৭৫০০০০৪৪৩৪, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, শিবগঞ্জ থানা, বগুড়া সংগীয় এএসআই(নিঃ)/ মোঃ ইয়াসিন আলী, কং/১৪৫৬ মোঃ কামরুল ইসলাম, উভয়েই  মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, শিবগঞ্জ থানা, বগুড়া ও ধৃত আসামী ১। মোঃ সাবু খান (৪৫), পিতা- মৃত বাটু খান, সাং- কেশরীপুর, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া এবং ধৃত আসামীর হেফাজত হইতে উদ্ধারকৃত ২০ (বিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং-৫৭২, তারিখ- ২৪/০৬/২০২১ ইং মুলে উল্লেখিত অফিসার ও ফোর্স সহ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে ইং- ২৪/০৬/২০২১ তারিখ ১৫.১০ ঘটিকার সময় সময় শিবগঞ্জ থানাধীন ছাব্বিরজান মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, শিবগঞ্জ থানাধীন লক্ষিকোলা দাসপাড়া গ্রামস্থ জনৈক শ্রী কার্ত্তিক, পিতা- মৃত জ্যোতিন্দ্রনাথ প্রামানিক এর বসত বাড়ীর পিছনে জনৈক জাবেদ আলীর কলা বাগানের সামনে কাঁচা রাস্তর উপর একজন ব্যাক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে লইয়া অবস্থান করিতেছে। বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া উল্লেখিত অফিসার ও ফোর্স সহ ইং- ২৪/০৬/২০২১ তারিখ ১৫.৩০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থলে পৌছিলে উক্ত আসামী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পলানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামীকে গ্রেফতার করি। অতঃপর উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীকে তাহার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে উল্লেখিত নাম-ঠিকানা প্রকাশ করে এবং তাহার নিকট নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে বলিয়া স্বীকার করে । অতঃপর আসামী মোঃ সাবু খান এর স্বীকারোক্তি মোতাবেক উল্লেখিত সাক্ষীদের উপস্থিতিতে তাহার তল্লাশী করিয়া তাহার পরিহিত শার্টের বাম পার্শ্বের বুক পকেট হইতে পুরাতন খবরের কাগজের মধ্যে সাদা পলিথিনের মধ্যে বিশেষ কায়দায় মোড়ানো ২০ (বিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক আমার নিকট থাকা ডিজিটাল ওয়েট মেশিন দ্বারা ওজন করিয়া মোট ওজন ২(দুই) গ্রাম পাইয়া ইং- ২৪/০৬/২০২১ তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মুলে জব্দ করেন। জব্দ তালিকায় সাক্ষীদের সহ আসামীর স্বাক্ষর গ্রহন করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage