রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, রাজশাহীর পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি টিম ০৩/১০/২০১৯ তারিখ রাত অনুমান ০১.০৫ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর মোড়স্থ প্রেমতলীগামি পাকা রাস্তার পাশে জনৈক মোঃ আব্দুস ছালাম এর দোকানের সামনে হতে রাজশাহীর শীর্ষ মাদক ব্যবসায়ী শীষ মোহম্মদ (৩৫) পিতা-মোঃ ইসরাইল হক, সাং-গড়ের মাঠ, থানা- গোদাগাড়ী জেলা- রাজশাহীকে গ্রেফতার করে। এ সময় গ্রেতারকৃত আসামী শীষ মোহম্মদ এর হেফাজত হতে একটি গোলাপী রংয়ের ট্রাভেল্স ব্যাগে থাকা বালিশের ভিতর তুলার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ০৬ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ০২টি ম্যাগজিন, ০৫টি প্যাকেটে ১০০ গ্রাম করে সর্বমোট ৫০০ গ্রাম হেরোইন ও ১৫টি সাদা পলিথিনের প্যাকেটে ১০০ পিচ করে সর্বমোট ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় সে র্দীঘদিন যাবত মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে তার বিরুদ্ধে মাদক আইনে ০৪টি মামলা রয়েছে বলে জানা যায়। এই ঘটনায় গোদাগাড়ী মডেল থানার মামলা নং-০৩ তারিখ-০৩/১০/২০১৯ ধারাঃ ১৮৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী/০২) এর ১৯-এ/১৯-এফ ও গোদাগাড়ী মডেল থানার মামলা নং-০৪ তারিখ-০৩/১০/২০১৯ ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ৮ (গ)/১০(ক) ধারায় ০২টি মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।