টিম শাজাহানপুর, বগুড়া কর্তৃক ০৪ (চার) ছিনতাইকারী গ্রেফতার।

ভিকটিম মোঃ লিটন মিয়া (৪৬), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- সুন্দ্রাহবি, থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট একজন মুরগীর ব্যবসায়ী। গত এক সপ্তাহ পূর্ব হতে মোঃ সাইফুল ইসলাম(৩৮), পিতা- মৃত নঈম উদ্দিন, সাং- জোয়ানপুর,থানা-শেরপুর, জেলা- বগুড়া তার আসল পরিচয় গোপন রেখে ছদ্মনাম ফরহাদ ব্যবহার করে উক্ত মুরগী ব্যবসায়ীকে কম দামে মুরগী দেয়ার প্রস্তাব রাখে।ব্যবসায়ী লিটন বিশ্বাস করে লালমনিরহাট জেলার সুন্দ্রাহবি গ্রাম হতে তার ভাতিজা আসাদুল ও ড্রাইভার রকিব সহ পিকআপ ভ্যান নিয়ে শাজাহানপুর থানাধীন কাটাবাড়িয়া গ্রামস্থ ঢাকা- রংপুর মহাসড়কের পূর্বপার্শ্বে কিষান বটানিক্স লিঃ এর দক্ষিণ পার্শ্বে আড়িয়া পালপাড়া অভিমুখি কাঁচা রাস্তার উপর ইং ১৯/০৬/২০২১ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় ডেকে নিয়া আসে। সাইফুল ইসলাম (ছদ্মনাম ব্যবহারকারী ফরহাদ)তার সহযোগী তিনজন দুইটি মটরসাইকেল যোগে ব্যবসায়ী লিটনকে মুরগীর খামারে নিয়ে যাওয়ার কথা বলে মহাসড়কের ১০০ গজ পূর্ব পার্শ্বে কলাবাগানে নিয়ে অন্ধকার স্থানে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি, লাথি মারে, প্রত্যেকে বার্মিজ টিপ ছোরা হাতে নেয় এবং সাইফুল ইসলাম ( ছদ্মনামধারী ফরহাদ) ব্যবসায়ী লিটনের গলায় বার্মিজ টিপ ছোরা ধরে মৃত্যুর ভয় দেখাই এবং তার কাছে থাকা ২০,৪৫০/- (বিশ হাজার চারশত পঞ্চাশ) টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে চারজন ছিনতাইকারী বারোশো কেজি মুরগীর চুক্তি অনুযায়ী বাকি ১,৪০,০০০/- টাকা দেয়ার চাপ সৃষ্টি করলে ব্যবসায়ী লিটন জানায় বাকি টাকা তার ভাতিজা আসাদুল এবং ড্রাইভার রকিবের কাঝে আছে। তখন চার ছিনতাইকারী ব্যবসায়ীকে তার ভাতিজা এবং ড্রাইভারকে টাকা নিয়ে আসার জনজন্যসং ফোন দিতে বলে। তাদের কথা অনুযায়ী ব্যবসায়ী লিটন তাদেরকে ফোন দেয়।ফোন পেয়ে ব্যবসায়ীর খাতিজা এবং ড্রাইভার ধারনা করে এখানে কোনো সমস্যা হয়েছে তাই তারা গাড়ি নিয়ে নিরাপদ জায়গায় চলে যায়।যখন ছিনতাইকারীরা দেখে ব্যবসায়ীর ভাতিজা এবং ড্রাইভারের আসতে দেরি হচ্ছে তখন সাইফুলের দুই সহযোগী মোটরসাইকেলযোগে মহাসড়কে গিয়ে পিকআপের খোজ করতে থাকে।দুই সহযোগী তাদের না পেয়ে সাইফুলকে জানায় তখন সাইফুল তাদের শেরপুর নিজ এলাকায় চলে যেতে বলে।সাইফুল নিজে এবং তার অপর একজন সসহযোগীকে দিয়ে মোটরসাইকেলে মাঝে ব্যবসায়ীকে বসিয়ে তার পেটে বার্মিজ ছোরা ধরে ডেমাজানি হয়ে শেরপুরের দিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানুর থানা পুলিশ জানতে পেরে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীকে উদ্ধার করে এবং ব্যবসায়ীর সাথে থাকা দুইজন ছিনতাইকারীকে আটক করে।পরবর্তীতে আটককৃত দুইজন আসামীদের দেয়া তথ্য মতে অপর দুইজন ছিনতাইকারীকে শেরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত করা হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল, ০২ (দুই) টি বার্মিজ টিপছোরা ও ০২ টি মোবাইল উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের নাম যথাক্রমে ১. মোঃ সাইফুল ইসলাম (৩৭), পিতা- মৃত নঈমুদ্দীন, গ্রাম- জোয়ানপুর, উপজেলা/থানা- শেরপুর, জেলা -বগুড়া, বাংলাদেশ ২. মোঃ গোলাম মোস্তফা (২৩), পিতা- মোঃ আঃ কুদ্দুস প্রাং, গ্রাম- জোয়ানপুর, উপজেলা/থানা- শেরপুর, জেলা -বগুড়া, বাংলাদেশ ৩. মোঃ নিজাম উদ্দিন (২০), পিতা- মোঃ নুর হোসেন, গ্রাম- জোয়ানপুর, উপজেলা/থানা- শেরপুর, জেলা -বগুড়া, বাংলাদেশ ৪. মোঃ রাসেল (১৯), পিতা- মোঃ মোজাম্মেল হক, গ্রাম- জোয়ানপুর, উপজেলা/থানা- শেরপুর, জেলা -বগুড়া। এই সংক্রান্তে বাদীর এজাহারের প্রেক্ষিতে শাজাহানপুর থানার মামলা নং-৯, তাং-২০/০৬/২০২১ ইং, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন,







সর্বশেষ সংবাদ
DIG Homepage