প্রতারণামূলকভাবে ফেইসবুকে পরিচয়। ব্ল্যাকমেইলিং করে অর্থ আদায়। টিম নন্দীগ্রামের জালে প্রতারক চক্রের মূল হোতাসহ ০৩ সদস্য গ্রেপ্তার।

রিনা বেগম। সৌদি প্রবাসীর স্ত্রী। সব সময় মেসেঞ্জার, ইমু, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে বন্ধুত্বপূর্ণ ও প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সুযোগ বুঝে নিজ বাড়িতে অথবা কোন সুবিধাজনক স্থানে ডেকে তাকে ব্ল্যাকমেইলিং করে। কাপড় চোপড় খুলে অশ্লীল ছবি ধারণ করে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা সহ পরিবারের নিকট পাঠানোর হুমকি দিয়ে অর্থ দাবি করে। টাকা না দিলে মারপিট করে। দাবীকৃত সম্পূর্ণ টাকা দিতে না পারলে অবশিষ্ট টাকার জন্য কিংবা ভবিষ্যতে যেন বাড়াবাড়ি করতে না পারে সে জন্য ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এমন একটি ঘটনার সংবাদ নন্দীগ্রাম থানায় আসলে আমরা ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করে আসামি ১. মোছাঃ রিনা বেগম (৩৭), স্বামী/স্ত্রী- মোঃ সুজন প্রামানিক গ্রাম- ভদ্রদিঘী, ২. মোঃ লিটন হোসেন (২২), পিতা- মোঃ মিলন হোসেন  গ্রাম- কহুলি (তালকুপুর) , ৩. মোঃ গোলাম রাব্বি (২০), পিতা- মোঃ আব্দুল আলিম গ্রাম- কহুলি, সর্ব থানা- নন্দীগ্রাম, জেলা -বগুড়াগণদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। ঘটনার নিখুঁত তদন্ত চলছে। এই ঘটনায় দায়ী সকলকে আইনের আওতায় আনা হবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage