ঈশ্বরদী থানায় পাবনা জেলা গোয়েন্দা শাখার রাতভর অভিযান। ইয়াবা ব্যবসায়ী চক্রের মূল ডিলারসহ আটক ০৭ মোট ইয়াবা উদ্ধার ৮০০ পিচ, ০৩ টি মোটর সাইকেল, ০৮ টি মোবাইল ফোন এবং ২০০০০/- টাকা। পাবনা জেলাকে অবৈধ অস্ত্র এবং মাদক মুক্ত করার লক্ষ্যে গত ইং ১৬/০৫/২০২১ তারিখ ০০.৩০ ঘটিকার ডিবি পাবনা একটি আভিযানিক দল ঈশ^রদী মীরকামারী এলাকা থেকে আসামী ১। মোঃ হারুন অর রশিদ (৩৫), পিতা-মোঃ সান্টু মালিথা, সাং-মিরকামারী( মালিথা পাড়া)২। মোঃ মনিরুল ইসলাম (৩৩), পিতা-মোঃ মোসলেম উদ্দিন সরকার, সাং-মিরকামারী। ৩। মোঃ মনিরুল ইসলাম @ মনি (৩৪), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-দিয়ার সাহাপুর ৪। মোঃ মামুন বিল্লা (২৯), পিতা-মোঃ কেরামত মালিথা, সাং-মিরকামারী(হেদায়েত পাড়া)গণকে ২০০ পিচ ইয়াবা এবং দুটি মোটরসাইকেলসহ আটক করা হয় এবং ধৃত আসামীদের দেওয়া তথ্যমতে ঈশ^রদী থানার বিভিন্ন মাদকস্পটে রাতভর অভিযান চালিয়ে অদ্য সকালে আসামী ৫। মোঃ আরমান হোসনে গুড্ডু(২৯), পিতা-মৃত কামরুদ্দিন, সাং-ফতে মোহাম্মদপুর নিউ কলোনী, ৬। মোঃ মোস্তাফিজুর রহমান @ উজ্জল (২১), পিতা-নুর মোহাম্মদ নুরু, সাং-ফতে মোহাম্মদপুর, ৭। মোঃ আরাফ ইসলাম @ অন্তর (২৮), পিতা-মোঃ চুনু মিয়া, সাং-পোস্ট অফিস মোড় (পূর্বপাড়া), সর্ব থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাগণকে ৬০০ পিচ ইয়াবা এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয় । উক্ত ইয়াবা ব্যবসায়ীগণ দীর্ঘদিন ধরে ঢাকা এবং চট্টগ্রাম হতে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন থানা এলাকায় ইয়াবা খুচরা এবং পাইকারী বিক্রয় করে আসছে ।