ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বাজারে সন্ধ্যার পর আইপিএল ক্রিকেট ম্যাচ দেখার নামে যুবক ও বিভিন্ন বয়সী লোকজন ভীড় করছে এবং খেলা দেখার নামে আইপিএল বাজীর ও জুয়া খেলছে যা আইনত দন্ডনীয় অপরাধ। পাশাপাশি লকডাউন চলাকালীন এক জায়গায় জড়ো হয়ে খেলা দেখা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ। সন্ধ্যার পর কোন বাজারে এ ধরনের আসর বসানো সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।পাশাপাশি নিজেদের সন্তানরা যাতে খেলার নামে আইপিএল জুয়ায় জড়িয়ে পরে পথভ্রষ্ট না হয় সে বিষয়ে অভিভাবকদের সচেতনতা কাম্য। গতকাল ইং ২৪/০৪/২০২১ তারিখ ইং রাত্রি ২৩.১০ ঘটিকার সময় দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার চাটমোহর থানাধীন মাঝগ্রাম রায়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইপিএলকে কেন্দ্র করে জুয়া খেলা অবস্থায় চারজনকে আটক করে। একটি এল ই ডি ৩২" টেলিভিশন, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ২৩০ টাকা জব্দ তালিকামূলে জব্দ করা হয়। অভিযান অব্যাহত রয়েছে।