রুপা উদ্ধার রুপার ওজন ১০ (দশ) কেজি ৫২৩ (পাঁচশত তেইশ) গ্রাম, মুল অনুমান-৯,০৫,০০০/- (নয়লক্ষ পাঁচ হাজার )টাকা।

গত ২১/০৪/২০২১ খ্রিঃ চাটমোহর থানায় কর্মরত এসআই/মোঃ মমিনুর রহমান খান, এএসআই/মোঃ মোস্তাফিজার রহমান, কং/৯২৫ মোঃ আইনুল হক, ড্রাইঃ কং/৩৬৪ মোঃ গোলাম রব্বানী সহ চাটমোহর থানার জিডি নং-৮৫৪, তারিখ-২১/০৪/২০২১ খ্রিঃ মুলে সরকারী পিকআপ যোগে চাটমোহর থানাধীন ভাদড়া বাইপাস মোড়ে পাকা রাস্তার উপর ১১.৩০ ঘটিকার সময় চেক পোস্ট ডিউটি করাকালে পাবনা শহর দিক হতে আসা চাটমোহর গামী একটি মোটরসাইকেল চেক পোস্টের দিকে আসতে দেখে থামার নির্দেশ দিলে মোটরসাইকেল এর চালক মোটরসাইকেল এর গতি বাড়িয়ে পুলিশ এর সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল সহ রাস্তায় পরে যায় এবং রাস্তা হতে উঠে দ্রুত পালানোর চেষ্টাকালে এসআই মোঃ মমিন সঙ্গীয় অফিসার-ফোর্সদের সহায়তায় আসামী ১। মোঃ বাবলু মন্ডল (৫০), পিতা-মৃত ইমান মন্ডল, সাং-দ্বীপচর বিশ্বাসপাড়া, থানা ও জেলা-পাবনা আটক করেন। সাক্ষীদের সামনে তাকে পালানোর কারন জিজ্ঞাসাবা করলে সে কোন সদত্তর দিতে পারে নাই। আটকৃত ব্যক্তির শরীর তল্লাশীকালে তার কোমরে বিশেষ কায়দায় তৈরী সাদা কাপড়ের থলের ভিতরে রক্ষিত ০৯টি পলিপ্যাকের মধ্যে ছোট পুথির মত গোল আকৃতির রুপা পাওয়া যায়। এসময় ধৃত আসামীকে রুপা পরিবহনের কাগজপত্র উপস্থাপন করতে বললে সে কোন কাগজপত্র দেখাতে পারে নাই। আটকৃত আসামী জানায় যে উক্ত রুপা পলাতক আসামী মোঃ আব্দুল হান্নান, প্রোঃ মেহেদী জুয়েলারী এন্ড স্টোর প্যারাডাইস সুপার মার্কেট সোনারপট্টি, পাবনা এর নিকট হতে নিয়া দিনাজপুর জেলার হিলি বর্ডার দিয়া অবৈধ ভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়া যাইতেছিল। পরবর্তীতে একজন স্বর্নকারের স্বর্ণ পরিমাপের ডিজিটাল নিক্তিদ্বারা উদ্ধারকৃত রুপার ওজন করে পলিথিন সহ মোট ১০ (দশ) কেজি ৫২৩ (পাঁচশত তেইশ) গ্রাম, মুল অনুমান-৯,০৫,০০০/- (নয়লক্ষ পাঁচ হাজার )টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গৃহিত ব্যবস্থা মামলা/জিডিঃ চাটমোহর থানার মামলা নং-২১, তারিখ-২১/০৪/২০২১ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(এ) রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage