রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ তানোর থানা এর নেতৃত্বে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ জামাল উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং-০৩/১০/২০১৯ তারিখে তানোর থানাধীন সাহাপুর গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল রাজ্জাক পিতা-মৃত চান্দু সরকার এর চা স্টলের সামনে পাঁঠাকাটা হইতে গোয়েলহাট গামী পাকা রাস্তার উপর, হইতে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ আনোয়ার(৪৫) পিতা মৃত আব্দুল মজিদ সাং-গাল্রা ডাঙ্গাপাড়া ২। মোঃ রবিউল ইসলাম(২৬) পিতা মোঃ নইমুদ্দিন সাং-গাল্রা ডাঙ্গাপাড়া উভয় থানা- তানোর, রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য আইনের মামলা রুজু হয়েছে।