সাংবাদিক পরিচয়ে প্রতারণা মূলক অর্থ আদায়কালে নলডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ১। এস.এম সৌরভ হোসাইন(৩২), পিতা-এস.এম মুক্তার হোসেন, সাং-ভিটাসাইর(মিলগেইট ৩নং ওয়ার্ড পৌরসভা), ২। মোঃ ফরিদুল ইসলাম@মুরাদ(৩৩), পিতা-মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, ৩। মোঃ মামুন হোসেন(৩২), পিতা-মোঃ নুরুল ইসলাম, উভয় সাং-গোয়ালখালী (মালিগ্রাম), সর্ব থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাগন হাতে নাতে গ্রেফতার। মামলা রুজু।