মান্দা থানা পুলিশ ইং ১১-০৯-১৯ তারিখ মান্দা থানার গনেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি মোঃ মাসুদ রানা (৩০) কে গ্রেফতার করে এবং তার নিকট হতে চোরাই সন্দেহে একটি রেজিঃ বিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। মাসুদ রানা সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পুষ্পকাঠি গ্রামের আলমগীর হোসেন @ আলমের ছেলে। তিনি মান্দা থানার ভেবড়া গ্রামে বিয়ে করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি মাসুদ রানা মোটরসাইকেলটির মালিকানা সংক্রান্তে কোন কাগজপত্র দেখাতে না পারায় এবং এলোমেলো তথ্য প্রদান করায় মোটরসাইকেটি চোরাই বলে সন্ধেহ হলে মান্দা থানার উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ফারুক হোসেন মোটরসাইকেলটি বিধি মোতাবেক জব্দ করেন। মাসুদ রানাকে ইং ১২/০৯/২০১৯ তারিখ গ্রেফতারি পরোয়ানা মূলে আদালতে সোপর্দ করা হয়। মোটরসাইকেলটির মালিকানার বিষয়ে চেসিস নম্বর ও ইঞ্জিন নম্বর উল্লেখ করে সকল থানায় বেতার বার্তা প্রদান করা হয় এবং ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। বিষয়টি সাতক্ষীরা সদয় থানার অফিসার ইনচার্জ এর দৃষ্টিগোচর হলে তিনি জব্দকৃত মোটরসাইকেলটি সাতক্ষীরা সদর থানার মামলা নং-৫৪(০৯)১৯ এর চুরি যাওয়া মোটরসাইকেল বলে মান্দা থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। পরবর্তীতে ইং ০১/১০/২০১৯ তারিখ যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে মোটরসাইকেলটির মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক আঃ হালিম এর নিকট হস্থান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জানায় যে, মোটরসাইকেলটি গত ইং ০৩/০৯/২০১৯ তারিখ রাতে অজ্ঞাতনামা চোরেরা সাতক্ষীরা সদর থানার আলীপুর গ্রামের বরুন কমার দাস এর বাড়ি হতে চুরি করে নিয়া যায়।