লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক, এএসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিন টিটু, এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা, এএসআই (নিরস্ত্র) মোঃ রানা মিয়া সহ সঙ্গীয় অফিসার ফোর্স মিলে লালপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকালে ইং ২০/০৩/২০২১ তারিখ ১৩.৫৫ ঘটিকার সময় লালপুর থানাধীন উত্তর বাওড়া গ্রামস্থ মোঃ শাহ আলম (৩৬), পিতা- মৃত শুকচাঁদ এর বসতবাড়ীর সামনে নেংগপাড়া টু সুগার মিল গামী হেরিং রাস্তার উপর হইতে ২৫০(দুই শত পঞ্চাশ) গ্রাম শুকনা গাঁজা, মূল্য অনুমান-২৫,০০০/- টাকা সহকারে আসামী ১. (CEDYB) মোঃ আল-আমিন (২৫), পিতা- মোঃ বজলুর রহমান স্থায়ী : গ্রাম- পোকন্দা, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (CEDYW) মোঃ গোলাপ আলী (২৭), পিতা- মৃত আদিল উদ্দিন স্থায়ী : গ্রাম- পোকন্দা, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করে । এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয।