অবৈধ বালি উত্তোলন এর বিরুদ্ধে অভিযান।

গত ১৩/০৩/২০২১খ্রিস্টাব্দ পাবনা জেলার সুজানগর থানা ধিন হাজার বিঘার চর নামক স্থানে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ওসি সূজানগর সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং সুজানগর উপজেলা নির্বাহি অফিসার সহ পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে নদী হতে অবৈধ ভাবে বালি উত্তোলনের সময় হাতে নাতে ১)মোহাম্মদ রফিক ২)মোহাম্মদ আবু বিশ্বাস ৩)বকুল শেখ ৪)মোহাম্মদ আবদুর রব ৫)আব্দুর রশিদ ৬)অসিত হাসান ৭)নুরুল ইসলাম ৮)বাবুল সরকার ৯)বাইজিদ হোসেন ১০)কামাল হোসেন ১১)তোফাজ্জল হোসেন ১২)রকিবুল ইসলাম ১৩)মাসুদ রানা ১৪)আলাল মন্ডল ১৫)হোসেন আলী ১৬)মুরাদ প্রাঃ১৭)শাহিন খা ১৮)আমজাদ সেখ ১৯)মিজানুর রহমান দের গ্রেপ্তার করা হয়। বালি বহনকারী একটি বড় নৌকা (বলগেট) আটক করা হয়। উল্লিখিত আসামিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনের ১৫ দিন করে সাজা। একজনের ৭ দিন সাজা, এবং একজনের ৫ দিন এবং একজনের ৩ দিন সাজা প্রদান করা হয়েছে । উক্ত ভ্রাম্যমাণ আদালত বাকি ৬ জনের সর্বমোট ৩,৫০,০০০/অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অবৈধ বালি উত্তোলন এর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage