লালপুর থানা পুলিশ কর্তৃক জিআর পরোয়ানা মূলে ০১ (এক) একজন আসামী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা  এর নির্দেশক্রমে এসআই (নিরস্ত্র) মোঃ হুমায়ুন কবীর সহ লালপুর থানার সকল অফিসার মিলে লালপুর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধ বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ান তামিল অভিযান করাকালে ১. (CHGVF) মোঃ মুজাহিদ (২৮), পিতা- মোঃ জাবেদ আলী খাঁ স্থায়ী : গ্রাম- গোপালপুর (মাছ বাজার সংলগ্ন) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage