লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হক সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তা আসামী ১.মোঃ মুজাহিদ (২৮), পিতা- মোঃ জাবেদ আলী খাঁ স্থায়ী : গ্রাম- গোপালপুর (মাছ বাজার সংলগ্ন) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে লালপুর থানাধীন পালিদহ গ্রামস্থ জনৈক মোঃ ইমরান আলী খাঁ (৩২), পিতা- মোঃ ইয়াকুব আলী খাঁন এর বসতবাড়ীর উত্তরে লালপুর টু ঈশ্বরদী গামী পাকা রাস্তার উপর হইতে ১০ (দশ) গ্রাম শুকনা গাঁজা সহকারে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage