দূর্গাপুরে গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার

পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোসাঃ খুরশীদা বানু (কনা) স্যারের নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ শামীম সারোয়ার সঙ্গীয় এসআই (নিঃ)/মোঃ আব্দুল খালেক, এএসআই (নিঃ)/মোঃ আরিফুল ইসলাম, কং/৫১১ মোঃ হান্নান আলী মন্ডল দূর্গাপুর থানার অফিসার ও ফোর্সগণ ০৩/১০/১৯ খ্রিঃ তারিখ ২২.৫০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন কিশোরপুর গ্রামস্থ মোঃ রফিক (৫০), পিতা-মৃত ইমাল উদ্দিন এর নির্মানাধীন বসত বাড়ীর পূর্ব পার্শ্বে কিশোরপুর হতে ভবানীপুর গামী পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ কাবিল উদ্দিন (৩৭), পিতা-মোঃ হোসেন উদ্দিন, সাং-আমগাছি (স্টোরপাড়া), থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী এর দখল হতে ০১টি সাদা পলিথিনে রক্ষিত ২২ (বাইশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে। 







সর্বশেষ সংবাদ
DIG Homepage