লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার  অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক সঙ্গীয় অফিসারের সহায়তায় ইং ০৮/০৩/২০২১ তারিখ ২০.৩৫ ঘটিকার সময় লালপুর থানাধীন মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক মোঃ মান্টু আলী (৪৫), পিতা- মোঃ জবের আলী এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. (CH2P8) মোঃ নাইম ইসলাম (১৯), পিতা- মোঃ মান্টু আলী স্থায়ী : গ্রাম- মোহরকয়া (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage