লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ সেলিম রেজা এর  নির্দেশক্রমে লালপুর থানা ১ এসআই (নিরস্ত্র) কৃষ্ণ মোহন সরকার, বিপি নং-৮০০৮১২৬২৪৬ () মোবাইল : ০১৭১১-৯৬৮৭২৭; কর্মক্ষেত্রের ঠিকানা : গ্রাম- লালপুর (লালপুর থানা, নাটোর) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ আসামী ১. মোঃ হায়দার আলী (৫৬), পিতা- মৃত মোহাম্মদ সরদার স্থায়ী : গ্রাম- পানঘাটা (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. মোঃ আসাদুল মোল্লা (২৯), পিতা- মোঃ আছান মোল্লা স্থায়ী : গ্রাম- নান্দরায়পুর (বর্তমান সাং- শ্বশুর মোঃ গিয়াস উদ্দিন, সাং- ভবানীপুর হাজীর হাট) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশদ্বয়কে গাঁজা বিক্রয় ও সেবন করার জন্য ইং ০৫/০৩/২০২১ তারিখ ০০.১৫ ঘটিকার সময় হাতেনাতে গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage