লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানা এসআই (নিরস্ত্র) এসআই (নিঃ) হাসান তৌফিকুল ইসলাম বিপি নং ৭৮৯৮০৫৬৭৭৬ () কর্মক্ষেত্রের ঠিকানা : গ্রাম- লালপুর (লালপুর থানা,) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ সঙ্গীয় নারী কং এর সহায়তায় আসামী ১. (CL4VH) মোছাঃ শাপলা ওরফে শান্তি বেগম (৩০), স্বামী/স্ত্রী- মোঃ মাজদার রহমান ওরফে মুসা স্থায়ী : গ্রাম- সিরাজিপুর (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১০ (দশ) পুড়িয়া শুকনা গাঁজা, ওজন-২০ (বিশ) গ্রাম, মূল্য অনুমান-২,০০০/- টাকা সহকারে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।