লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ সেলিম রেজা এর  নির্দেশক্রমে লালপুর থানা এসআই (নিরস্ত্র) এসআই (নিঃ) হাসান তৌফিকুল ইসলাম বিপি নং ৭৮৯৮০৫৬৭৭৬ () কর্মক্ষেত্রের ঠিকানা : গ্রাম- লালপুর (লালপুর থানা,) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ সঙ্গীয় নারী কং এর সহায়তায় আসামী ১. (CL4VH) মোছাঃ শাপলা ওরফে শান্তি বেগম (৩০), স্বামী/স্ত্রী- মোঃ মাজদার রহমান ওরফে মুসা স্থায়ী : গ্রাম- সিরাজিপুর (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১০ (দশ) পুড়িয়া শুকনা গাঁজা, ওজন-২০ (বিশ) গ্রাম, মূল্য অনুমান-২,০০০/- টাকা সহকারে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage