লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই(নিরস্ত্র) হিমাদ্রী হালদার, বিপি নং-9120226399 () কর্মক্ষেত্রের ঠিকানা : গ্রাম- লালপুর (লালপুর থানা,নাটোর) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ইং ০২/০৩/২০২১ ঘটিকার সময় লালপুর থানাধীন কুজিপুকুর মধ্যপাড়া গ্রামস্থ আসামী মোঃ আসাদুল ইসলাম (৩৫), পিতা- মোঃ হযরত আলীর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন-১.৫ (এক দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান-৪,৫০০/- (চার হাজার পাঁচ শত) টাকা সহকারে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।