লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই মোঃ মেসবাউল হক সঙ্গীয় অফিসারের সহায়তায় আসামী ১. মোঃ মাহাবুল খান (৫৫), পিতা- মৃত শফিউদ্দীন খান স্থায়ী : গ্রাম- রহিমপুর (স্কুলপাড়া) , উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশকে ১৫ (পনের) পুড়িয়া হেরোইন, ওজন-১.৫০ (দেড়) গ্রাম, মূল্য অনুমান-৩,০০০/- টাকা সহকারে ইং ০২/০৩/২০২১ তারিখ ১৬.১৫ ঘটিকার সময় লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা গ্রামস্থ মোঃ মামুন (২১), পিতা- মোঃ আকশেদ মন্ডল এর বাড়ীর পশ্চিম পাশে হেরিং রাস্তার উপর হইতে হাতে নাতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।