লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর  নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মেসবাউল হক সঙ্গীয় অফিসারের সহায়তায় ইং ২৫/০২/২১ তারিখ ১৪.২৫ ঘটিকার সময় লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর (মন্ডলপাড়া) গ্রামস্থ মোঃ সমশের মন্ডল (৬০), পিতা- মৃত লালু মন্ডল এর নির্মানাধীন বসতবাড়ীর পশ্চিমে ফাঁকা জায়গায় হইতে আসামী ১. (CKX7B) মোঃ আফাং (৩২), পিতা- মোঃ আকবর আলী স্থায়ী : গ্রাম- বালিতিতা ইসলামপুর (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে  গাঁজা সেবন করা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage