লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মেসবাউল হক সঙ্গীয় অফিসারের সহায়তায় ইং ২৫/০২/২১ তারিখ ১৪.২৫ ঘটিকার সময় লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর (মন্ডলপাড়া) গ্রামস্থ মোঃ সমশের মন্ডল (৬০), পিতা- মৃত লালু মন্ডল এর নির্মানাধীন বসতবাড়ীর পশ্চিমে ফাঁকা জায়গায় হইতে আসামী ১. (CKX7B) মোঃ আফাং (৩২), পিতা- মোঃ আকবর আলী স্থায়ী : গ্রাম- বালিতিতা ইসলামপুর (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গাঁজা সেবন করা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।