সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন পাটাগ্রাম রোড টেংলাহাটা ডিগ্রী কলেজ এর পাশে ব্রিজের দক্ষিণ পাশ সিরাজগঞ্জ সরকারী কলেজে অনার্স ১ম বর্ষে ছাত্রী মোছাঃ শারমিন আক্তার সনিয়া (১৯) পিতা মৃত. আব্দুর রউফ সাঈদ, সাং-পশ্চিম দুবলাই, থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জ কলেজে যাওয়ার সময় ১। মোঃ আমিনুল ইসলাম (২৮), পিতা মৃত. নুরুল ইসলাম, সাং- আলমপুর, ২। মোঃ রাশেদুল ইসলাম (২০), পিতা মোঃ আবুল কালাম আজাদ, সাং- বাঐখোলা, উভয় থানা- কাজিপুর, ৩। মোঃ আবু বক্কার (৪৫), পিতা মোঃ আঃ রহিম বক্স, সাং- চিলগাছা, ৪। মোঃ সবুজ (২৮), পিতা- শহিদুল ইসলাম, সাং-কুড়ালিয়া, উভয় থানা-সিরাজগঞ্জ সদর, ৫। মোঃ জেশন (২০), পিতা মোঃ দুলাল, সাং-পাটাগ্রাম রোড, থানা-কাজিপুর, ৬। মোঃ নাহিদ (২০), পিতা-অজ্ঞাত, সাং-কুড়ালিয়া, থানা-সিরাজগঞ্জ সদর, ৭। মোঃ সালাম (৩৫), পিতা মোঃ আতাব মন্ডল, ৮। মোঃ নাছিম (২০), পিতা-অজ্ঞাত, উভয় সাং- সিমান্তবাজার, উভয় থানা-কাজিপুর, সর্ব জেলা-সিরাজগঞ্জ সহ অজ্ঞাতনামা ৭/৮ জন মোছাঃ শারমিন আক্তারের অটো চার্জার ভ্যানের পথ রোধ করিয়া ব্যান হইতে নামাইয়া বুকের ওড়না ধরিয়া টানাহেচড়া করিয়া শ্লীলতাহানীর চেষ্টা করে। এমন সময় উক্ত ছাত্রীর বাবা ঘটনাস্থলে উপস্থিত হইয়া উক্ত ঘটনার প্রতিবাদ করিলে উপরোক্ত আসামীগন মোছাঃ শারমিন আক্তার সনিয়ার পিতা মৃত. আব্দুর রউফ সাঈদ কে মারপিট শুরু করে। আসামী সবুজ তার কাছে থাকা গামছা দিয়ে মেয়ের বাবার মুখ পেচাইয়া ধরিলে পাশের শ্রী রাজন কুমার মেকার এর দোকান হইতে লোহার রড আনিয়া আসামী আবু বক্কার মেয়ের বাবার মুখে, কপালে ও মাথার উপরে আঘাত করিয়া মারাত্বক জখম করে। আসামী রাশেদুল ইসলাম তার পকেট হইতে ছোট ছুরি বাহির করিয়া হত্যার উদ্দেশ্যে মেয়ের বাবা আব্দুর রউফ সাঈদকে লক্ষ্য করিয়া আঘাত করিলে উক্ত আঘাত তার বাম গালে বাম চোখের নিচে লাগিয়া রক্তাক্ত জখম হয়। আসামী নাহিদ, নাছিম, জেশন, সালাম সহ অজ্ঞাতনামা আসামীগণ মেয়ের বাবাকে এলোপাথারীভাবে কিল ঘুষি ও রাস্তার পাশে থাকা বাঁশের লাঠি দ্বারা মারপিট করিয়া জখম করেন। স্থানীয় লোকজন মোছাঃ শারমিন আক্তার সনিয়ার পিতা মৃত. আব্দুর রউফ সাঈদ কে আহত অবস্থায় চিকিৎসার জন্য কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হইলে তাহাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করিলে উক্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেটে মৃত্যু বরণ করেন।সিরাজগঞ্জ সদর সার্কেল জনাব মোঃ স্নিগ্ধ আক্তার, কাজিপুর থানার অফিসার ইনচার্জ জনাব একেএম লুৎফর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত জনাব শ্রী গৌতম চন্দ্র মালী উক্ত ঘটনাস্থল পরিদর্শন করে কাজিপুর থানায় নিয়মিত মামলা রুজু করেন। যাহা কাজিপুর থানার মামলা নং০২, তাং-০২/১০/১৯, ধারা- ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/০৩) এর ১০ তৎসহ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড।