লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মেসবাউল হক ইং ২৩/০২/২০২১ তারিখ ১৫.২০ ঘটিকার লালপুর থানাধীন দক্ষিন লালপুর গ্রামস্থ জনৈক মৃত হাবিবুর রহমান এর বাড়ীর প্রাচিরের দক্ষিন পাশে জনৈক মোঃ জামাল ভুট্টু এর আমবাগানের মধ্যে ছোট একটি ছাপড়া ঘরের মধ্য হইতে আসামী ১. (CKF5C) মোঃ রেজাউল সরদার (৩৭), পিতা- মোঃ বিচ্ছাদ সরদার স্থায়ী : গ্রাম- চক বাদেকুলপাড়া (মাধবপুর) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হেরোইন সেবন করা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage