লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশ লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) মোঃ রানা মিয়া, এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা, এএসআই (নিরস্ত্র) মোঃ আঃ রাজ্জাক সহ ইং ২৩/০২/২০২১ তারিখ ১৪.২৫ ঘটিকার সময় লালপুর থানাধীন গৌরিপুর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মোঃ সানা উল্লা, পিতা- মৃত ডাঃ আঃ রাজ্জাক এর বাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. (CKF3R) মোঃ রাকিব (২৮), পিতা- মোঃ রজব আলী মাঝি স্থায়ী : গ্রাম- গোকুলনগর , উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ ২. (CKF87) মোঃ শিশির (২২), পিতা- মোঃ সানা প্রামানিক স্থায়ী : গ্রাম- গোকুলনগর , উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ ৩. (CKF8K) মোঃ জামান (১৯), পিতা- মোঃ মোজাম্মেল মোল্লা স্থায়ী : গ্রাম- দূর্গাপুর (পূর্ব দূর্গাপুর দেওয়ানী পাড়া) , উপজেলা/থানা- পার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশকে ০৮ (আট) লিটার চোলাইমদ, মূল্য অনুমান-২,৪০০/- টাকা উদ্ধার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।