প্রেস রিলিজ। অবৈধ অস্ত্র গুলিসহ সন্ত্রাসী মোঃ আব্দুলা আল-মামুন @ আব্দুল্লা গ্রেফতার পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশক্রমে পাবনা জেলাকে অবৈধ অস্ত্র এবং মাদক মুক্ত করার লক্ষ্যে অদ্য ই ২০/০২/২০২১ তারিখ ভোর-০৪.৩৫ ঘটিকার সময় ডিবি পাবনার একটি আভিযানিক দল পাবনা সদর থানাধীন শিবরামপুর (মহিশের ডিপু) গ্রামস্থ অনন্তবাজার হইতে টার্মিনাল গামী পাকা রাস্তার উপর জনৈক মোঃ লাল এর বাড়ীর সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করিয়া আগত যানবাহন তল্লাশী করা কালে টার্মিনালের দিক হইতে আগত একটি মটরসাইকেলকে সিগন্যাল দিয়ে থামিয়ে মটরসাইকেল আরোহীর আচরণ সন্দেহ হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে বর্ণিত ব্যক্তির দেহ তল্লাশী করিয়া মোঃ আব্দুলা আল-মামুন @ আব্দুল্লা এর পরনের প্যান্টের কোমরে গোজা অবস্থায় প্রাপ্ত ১। ০১টি সাত চেম্বার বিশিষ্ট .২২ বোর রিভলভার , যাহা সিলভার কালার এবং মরিচার দাগযুক্ত। লম্বা অনুমান ৯.৭ ইঞ্চি, যাহার ব্যারেলের গায়ে খোদাই করা ইংরেজীতে BARMA লেখা আছে। যাহাতে ০২টি কাঠের বাট ০২ টি স্ক্রু দ্বারা সংযূক্ত। ট্রেগার গার্ড ও ফায়ারিং পিন সংযূক্ত সম্পূর্ন সচল। ২। ০২(দুই) রাউন্ড .২২ বোর তাজা গুলি। উভয় গুলির পেছনের অংশে (R) লেখা আছে এবং আসামী মোঃ আব্দুলা আল মামুন @ আব্দুল্লা এর ব্যবহৃত একটি DAYUN, 150CC মোটরসাইকেল যার রেজিঃ নং পাবনা-ল-১১-৩০৮৮ উদ্ধার করিয়া ইং ২০/০২/২০২১ তারিখ ভোর-০৪:৩৫ ঘটিকার সময় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনার বিষয়ে পাবনা সদর থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে।