প্রেস রিলিজ। অবৈধ অস্ত্র গুলিসহ সন্ত্রাসী রাজু গ্রেফতার পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশক্রমে পাবনা জেলাকে অবৈধ অস্ত্র এবং মাদক মুক্ত করার লক্ষ্যে অদ্য ইং ১৯/০২/২০২১ তারিখ সকাল-০৮.৪৫ ঘটিকার সময় ডিবি পাবনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন গোপালপুর মেটে সড়ক সাকিনস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হইলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া সন্ত্রাসী, অস্ত্রবাজ রাজু তাহার ব্যবহৃত প্রাইভেট-কার থাকা প্রাইভেট-কার হইতে বের হয়ে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে তাহাকে গ্রেফতার করিয়া তাহার শরীর তল্লাশীকালে ধৃত রাজু নিজ হাতে তাহার পরিহিত গ্যাবাডিং প্যান্টের কোমড়ে পিছনে গোজানো অবস্থায় একটি লোহার এবং কাঠের তৈরী কালো রংয়ের লোডেড সচল ওয়ান শাটার গান যাহার ব্যারেলের দৈঘ্য ০১ ফুট ৫.৫ ইঞ্চি ও বাটসহ ব্যারেলের দৈঘ্য ২ ফুট ২.২ ইঞ্চি এবং ফায়ারিং পিন ও ট্রিগার সচল, ব্যারেল টি দুইটি স্ক্রু দ্বারা কাঠের বাটের সাথে সংযুক্ত আছে এবং ১২ বোরের ০২(দুই) রাউন্ড তাজা কার্তুজ এবং আসামী রাজুর হেফাজতে থাকা একটি ধুসর বর্ণের (GRAY) পুরাতন প্রাইভেট-কার যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো গ-১২-৭৮৬০, যাহার চেসিস নং-EF1013042250 উদ্ধার পূর্বক জব্দ করে। ঘটনার বিষয়ে পাবনা সদর থানায় একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন। উল্লেখ্য রাজু ইতিপূ্র্বে জনৈক ইউপি চেয়ারম্যানকে অপহরন করে মুক্তিপন আদালতের পলাতক আসামী।