গত ১৭/০২/২১ তারিখ রাত্রি অনুমান ১ঃ৩০ ঘটিকার সময় অত্র থানাধীন বনকোলা সাকিনস্থ মোঃ জয়নোদ্দিন শেখ এর বাড়িতে একজন লোক কে স্থানীয় লোকজন অস্ত্রসহ আটক ।

গত ইংরেজি ১৭/২/২১ তারিখ রাত্রি অনুমান ১ঃ৩০ ঘটিকার সময় অত্র থানাধীন বনকোলা সাকিনস্থ মোঃ জয়নোদ্দিন শেখ এর বাড়িতে একজন লোক কে স্থানীয় লোকজন অস্ত্রসহ আটক করিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের রাত্রিকালীন টহল পার্টি এস আই শামীম রেজা সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায় এবং আটক ব্যাক্তির দখল হইতে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, একটি টিপচাকু, একটি লোহার হাতুড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করেন। আসামিকে জিজ্ঞেসাবাদে তার নাম মোঃ জীবন খা পিতা ঃমো ঃআজিবর খা সাং মানিকহাট থানা সুজানগর জেলা পাবনা জানায়। ঘটনার সময় তার অপর সহযোগী আসামি মোঃ হাতেম আলী পিতা বাতেন সাং মানিকহাট থানা সুজানগর জেলা পাবনা আসিয়াছিল এবং সে পালিয়ে যায়। ৬. ভিকটিমঃ মোঃ জয়নোদ্দিন শেখ পিতা মৃত ছায়েন উদ্দিন শেখ সাং বনকোলা সুজানগর পাবনা। ৭. উদ্ধার ঃ ক. একটি দেশি তৈরি পিস্তল যাহাতে ৭.৬৫ বোরের গুলি ব্যবহারযোগ্য সচল অবস্থায়। খ. একটি ম্যাগাজিন গ. ৭.৬৫ বোরের ৩ রাউন্ড গুলি ঘ. একটি স্টিলের সুইস গিয়ার চাকু লম্বা অনুমান ১০ ইঞ্চি ঙ. একটি লোহার হাতুড়ি চ. একটি মোবাইল ফোন ৮. গ্রেফতার ঃ জীবন খা পিতা মৃত আজিবর খা সাং মানিকহাট থানা সুজানগর জেলা পাবনা ৯. গৃহীত ব্যবস্থা ঃ বাদী মো শামীম রেজা এস আই মালীফা পুলিশ তদন্ত কেন্দ্র থানা সুজানগর জেলা পাবনা এর লিখিত অভিযোগ এর ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage