জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জের অভিযানে ০১/১০/২০১৯ তারিখ রাত্রী ০৮.৩৫ ঘটিকায় আসামী মোঃ বকুল আলী(৩০) পিতা- মৃত আব্দুল মান্নান সাং- সাতরশিয়া(বিনোদপুর) থানা- শিবগঞ্জ জেলা- চাঁপাইনবাবগঞ্জকে শিবগঞ্জ পৌরসভার ইসরায়েল মোড় হতে ২১০ (দুইশত দশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।