গত ১৫/০২/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা এবং সাফল্য অর্জন।

পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে গত ১৫/০২/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করিয়া পাবনা সদর থানাধীন মালঞ্চী এলাকায় আসামী ১। মিজানুর রহমান @ জীবন শেখ (২০), পিতা- মোঃ মানিক শেখ, সাং- মালঞ্চী চরপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, বাংলাদেশ কে গ্রেফতার করিয়া তাহার হেফাজত হইতে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এই সংক্রান্তে পাবনা সদর থানায় একটি মাদক প্রক্রিয়াধীন। গত ১৬/০২/২০২১ তারখিে জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি অভযিানকি দল অভিযান পরচিালনা করয়িা পাবনা সদর থানাধীন বলিভাদুরিয়া এলাকায় আসামী ১। মোঃ নাদিম মাহমুদ (৩২), পতিা-মোঃ আজরি উদ্দিন, ২। মোঃ সবুজ শেখ (২৩), পিতা-মোঃ কালাম শেখ, উভয় সাং-বলিভাদুরিয়া, থানা-পাবনা সদর, জলো-পাবনা বাংলাদশে দ্বয়কে গ্রেফতার করয়িা তাহাদের হেফাজত হইতে র্সবমোট ১০০(একশত) গ্রাম গাঁজা উদ্ধার করনে। এই সংক্রান্তে পাবনা সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীণ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage