এএসআই/মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নাচোল থানার জিডি নং- ৬৩৭, তারিখ- ১৯/০২/২০২১ খ্রিঃ নাচোল থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে নাচোল থানাধীন কালইর বাজারস্থ আরিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ সানাউল্লাহ হক (২৭), পিতা- মোঃ কছিম উদ্দিন, সাং- আলালপুর, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এর পরিধেয় বিশেষ কায়দায় তৈরি কালো রংয়ের পকেট যুক্ত কাপড়ের তৈরি জ্যাকেটের ভিতর পকেট হইতে ৫৯ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক এসআই (নিঃ) মোঃ সোহেল রানা জব্দ তালিকা মূলে ইং ০৪/০২/২০২১ তারিখ ১৮.৩০ ঘটিকায় জব্দ করেন এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নাচোল থানায় এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে নাচোল থানার মামলা নং- ৮, তারিখ- ১৯/০২/২০২১ খ্রিঃ, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25 (B) এর 1 (b) রুজু হয়।