লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ হুমায়ুন কবীর সহ সঙ্গীয় অফিসার ফোর্স মিলে ইং ১৮/০২/২০২১ তারিখ ২০.২৫ ঘটিকার সময় লালপুর থানাধীন মহিষাখোলা পশ্চিমপাড়া গ্রামস্থ মোঃ সাগর হোসেন (১৯), পিতা- মোঃ এনামুল হক, সাং- মহিষাখোলা পশ্চিমপাড়া এর মুদি দোকানের ভিতর হইতে ০১ (এক) গ্রাম হেরোইন, মূল্য অনুমান-৬,০০০/- টাকা সহ আসামী ১. (CK9XR) মোঃ সাগর হোসেন (১৯), পিতা- মোঃ এনামুল হক ওরফে ইনু স্থায়ী : গ্রাম- মহিষাখোলা (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।