লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নিদের্শক্রমে লালপুর থানার এসআই(নিরস্ত্র) হাসান তৌফিকুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ১৬/০২/২০২১খ্রিঃ ২০.৫০ ঘটিকার সময় লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী গ্রামস্থ আসামী মোঃ মঞ্জুর রহমান (৪৪), পিতা- মৃত ইউসুফ আলী এর বসত বাড়ীর পাশে সিসিডিবি অফিসের পেছনে উত্তর/পশ্চিম কোনে খরা মিয়ার আম বাগানে হইতে আসামী ১. (CS81E) মোঃ মঞ্জুর রহমান (৪৪), পিতা- মৃত ইউসুফ আলী স্থায়ী : গ্রাম- পুরাতন ঈশ্বরদী, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১১২ (বার) পুড়িয়া শুকনা গাঁজা, ওজন-২৫ (পঁচিশ) গ্রাম, মূল্য অনুমান-২,৪০০/- (দুই হাজার চার শত) টাকাসহকারে হাতেনাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।