লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নিদের্শক্রমে লালপুর থানার এসআই(নিরস্ত্র)  হাসান তৌফিকুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ  ইং ১৬/০২/২০২১খ্রিঃ ২০.৫০ ঘটিকার সময় লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী গ্রামস্থ আসামী মোঃ মঞ্জুর রহমান (৪৪), পিতা- মৃত ইউসুফ আলী এর বসত বাড়ীর পাশে সিসিডিবি অফিসের পেছনে উত্তর/পশ্চিম কোনে খরা মিয়ার আম বাগানে হইতে আসামী ১. (CS81E) মোঃ মঞ্জুর রহমান (৪৪), পিতা- মৃত ইউসুফ আলী স্থায়ী : গ্রাম- পুরাতন ঈশ্বরদী, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১১২ (বার) পুড়িয়া শুকনা গাঁজা, ওজন-২৫ (পঁচিশ) গ্রাম, মূল্য অনুমান-২,৪০০/- (দুই হাজার চার শত) টাকাসহকারে হাতেনাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage