লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নিদের্শক্রমে লালপুর থানার এসআই(নিরস্ত্র) এস,এম, জামাল উদ্দিন সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ১৬/০২/২০২১খ্রিঃ ২০.৪৫ ঘটিকার সময় লালপুর থানাধীন রুইগাড়ী বাজারস্থ জনৈক মোঃ আকরাম হোসেন মন্টু (৩৭), পিতা- মোঃ আমিরুল ইসলাম এর চায়ের দোকানের উত্তর পার্শ্বে বরমহাটী টু কুজিপুকুর গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১. (CJQ2M) মোঃ আব্দুল রাহিম (২৬), পিতা- মৃত আবুল কাশেম স্থায়ী : গ্রাম- অর্জুনপুর (উত্তরপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১০ (দশ) পুড়িয়া শুকনা গাঁজা, ওজন-১০(দশ) গ্রাম, মূল্য অনুমান-১,০০০/- টাকাসহকারে হাতেনাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।