লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নিদের্শক্রমে লালপুর থানার এসআই(নিরস্ত্র)  এস,এম, জামাল উদ্দিন সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ  ইং ১৬/০২/২০২১খ্রিঃ ২০.৪৫ ঘটিকার সময় লালপুর থানাধীন রুইগাড়ী বাজারস্থ জনৈক মোঃ আকরাম হোসেন মন্টু (৩৭), পিতা- মোঃ আমিরুল ইসলাম এর চায়ের দোকানের উত্তর পার্শ্বে বরমহাটী টু কুজিপুকুর গামী পাকা রাস্তার ‍উপর হইতে আসামী ১. (CJQ2M) মোঃ আব্দুল রাহিম (২৬), পিতা- মৃত আবুল কাশেম স্থায়ী : গ্রাম- অর্জুনপুর (উত্তরপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১০ (দশ) পুড়িয়া শুকনা গাঁজা, ওজন-১০(দশ) গ্রাম, মূল্য অনুমান-১,০০০/- টাকাসহকারে হাতেনাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage