লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) হাসান তৌফিকুল ইসলাম ইং ০৬/০২/২০২১ তারিখ ২০.০৫ ঘটিকার সময় লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী গ্রামস্থ সাক্ষী মোঃ মামুন মন্ডল (২১), পিতা- মোঃ আরশেদ মন্ডল এর বাড়ীর পশ্চিম পাশে রাস্তার উপর হইতে আসামী ১. (CBXJ7) মোঃ আলামিন হোসেন (৩৫), পিতা- মোঃ আলতাপ হোসেন, মাতা- মোছাঃ ফরিদা বেগম স্থায়ী : গ্রাম- ছেঁউড়িয়া (কারিকর পাড়া) , উপজেলা/থানা- কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশকে ২০ (বিশ) গ্রাম শুকনা গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যাহা লালপুর থানার মামলা নং- ০৯/৪৮, তারিখ-০৭/০২/২০২১খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯ (ক)।