পাবনা জেলা চাটমোহর থানায় গত ২৫/০১/২০২১ খ্রিঃ"মাদক,জঙ্গিবাদ,বাল্যবিবাহ,ইভটিজিং,কিশোরগ্যাং,নারী ও শিশু নির্যাতন বিরোধী" বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ২৫/০১/২০২১ খ্রিঃ বিকাল ১৫.০০ ঘটিকার সময় চাটমোহর থানাধীন হরিপুর ইউনিয়ন পরিষদ মাঠে,"মাদক,জঙ্গিবাদ,বাল্যবিবাহ,ইভটিজিং, কিশোরগ্যাং,নারী ও শিশু নির্যাতন বিরোধী"- ★বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজনে-০৮নংবিট(৫নং হরিপুর ইউনিয়ন পরিষদ) চাটমোহর থানা,পাবনা। সভাপতিত্ব করেন-মোঃ মকবুল হোসেন, চেয়ারম্যান ও সাধারন সম্পাদক, হরিপুর ইউনিয়ন আওয়ামিলীগ, চাটমোহর, পাবনা। সঞ্চালনায় ছিলেন-মোঃ মকলেছুর রহমান, সহকারী অধ্যাপক, জোনাইল ডিগ্রী কলেজ,বড়াইগ্রাম,নাটোর। ★উক্ত বিট পুলিশিং সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম।পুলিশ সুপার,পাবনা মহোদয়। বিশেষ অতিথি -জনাব সৈকত ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাটমোহর, পাবনা। জনাব সজীব শাহরীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার,চাটমোহর সার্কেল,পাবনা। আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, চাটমোহর থানা,পাবনা। আলহাজ মোঃ মোজাম্মেল হক,সভাপতি, হরিপুর ইউনিয়ন আওয়ামিলীগ, চাটমোহর, পাবনা। ★উক্ত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি বক্তব্য প্রদান-কালে বলেন-পুলিশি জনতা,জনতায় পুলিশ।পুলিশ হবে জনতার বন্ধু। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ জনগনের দোরগোড়ায় পৌছাবে।উপস্থিত ছাত্র ও ছাত্রীদের উদ্দেশ্যে জ্ঞানমূলক বক্তব্য রাখেন।সন্তানদের নিয়মিত খোজ খবর নেওয়ার জন্য বাবা-মায়েদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কথা বলেন।সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম হলে বিট পুলিশিং অফিসার ও প্রয়োজনে পুলিশ সুপার পাবনা মহোদয় কে জানানোর জন্য আহবান জানান। উপস্হিত সকল অতিথি তাহাদের বক্তব্যে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য বিট পুলিশিং সম্পর্কিত বক্তব্য প্রদান করেন। ★বিট পুলিশিং সমাবেশে শিক্ষক,ছাত্র-ছত্রী,অভিভাবক, সাংবাদিক, ও বিভিন্ন শ্রেনী পেশার ২৫০০/৩০০০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage