এসআই (নিরস্ত্র) মোঃ আইনুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন রহনপুর পৌরসভা নুনগোলা কেডিসিপাড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (দালাল অফিস) এর সামনে হেয়ারিং রাস্তার উপর হইতে ইং০২/১০/২০১৯ তারিখ ১৬:৩০ ঘটিকায় ০১ (এক) কেজি গাঁজা সহ আসামী আসামী-১। মোঃ সোহেল রানা (২৬), পিতা-মোঃ মোহবুল হক, সাং-নুনগোলা হুজরাপুর, থানা-গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করেন।