লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আলি আযম সংগীয় অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা, কং/৭৫১ শ্রী উত্তম কর্মকার সহ অভিযান ডিউটি করাকালে ইং ০৫/০১/২০২১ তারিখ ১৯.১৫ ঘটিকার সময় লালপুর থানাধীন গোপালপুর পৌরসভাস্থ গোপালপুর রেল গেইট হইতে অনু: ১০০ হাত পশ্চিমে জনৈক মোঃ মনিরুল ইসলাম (৩০), পিতা- মৃত জাহির হোসেন, সাং- কেশবপুর, থানা- লালপুর, জেলা- নাটোর এর চা দোকানের পশ্চিম পার্শ্বে কতিপয় ব্যক্তি হইতে আসামী ১. (CCFJR) মোঃ এজাজুল ইসলাম (৪৮), পিতা- মৃত সিয়ার প্রাং স্থায়ী : গ্রাম- নারায়নপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন- ১.৫০ (এক দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান- ৩,০০০/- টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেন।