লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ নিজাম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স সহ লালপুর থানাধীন শোভ এলাকায় অভিযান ডিউটি করাকালে ইং ২৮/১২/২০২০  তারিখ ইং ১৬.১৫ ঘটিকার সময় লালপুর থানাধীন কাঁঠালবাড়ীয়া গ্রামস্থ জনৈক মোঃ শামিম, পিতা- ইসমাইল হোসেন এর বসত বাড়ীর পশ্চিম পাশে ফাঁকা জায়গায় ০৯ (নয়) গ্রাম শুকনা গাঁজা, মূল্য অনুমান-১,৮০০/- (এক হাজার আটশত) টাকা সহ আসামী ১. (C8PUR) মোঃ পিন্টু (৩২), পিতা- মোঃ কাছু মন্ডল স্থায়ী : গ্রাম- কাঠাল বাড়িয়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে আসামীর বিরুদ্ধে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage