লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই  (নিরস্ত্র) মোঃ মেসবাউল হক ইং ২৭/১২/২০২০ তারিখ রাত্রী ২২.১০ ঘটিকার সময় লালপুর থানাধীন নুরুল্লাপুর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রতন প্রামানিক, পিতা- মোঃ আরাম আলী এর গুড় তৈরী করার কারখানার সামনে পশ্চিম দুয়ারী টিনের ছাপড়া ঘরের ভিতর হইতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage