লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মোকাব্বের হোসেন সংগীয় এএসআই মোঃ মঞ্জুরুল ইসলাম সহ ইং ২৫/১২/২০২০ তারিখ ইং ১৮.৪৫ ঘটিকার সময় লালপুর থানাধীন গোসাইপুর কলোনীপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আসাদুল ইসলাম, পিতা- মোঃ নান্টু হোসেন এর দোকানের পিছন হইতে ৪ লিটার চোলাইমদ, মূল্য অনুমান-৪,০০০/- টাকা সহ আসামী ১. (C8KMH) মোঃ নাহিদ হোসেন (২০), পিতা- মোঃ সুলতান আলী স্থায়ী : গ্রাম- গোসাইনপুর (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।