লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) এস,এম, জামাল উদ্দিন সংগীয় এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিনুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা সহ ইং ২৩/১২/২০২০ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় লালপুর থানাধীন সাতপুকুরিয়া সাকিনস্থ মোঃ আফসার আলী (৫৫), পিতা- মোঃ আছান সরকার এর বাড়ীর দক্ষিন পাশে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১. (C8C3U) মোঃ রাজু আহম্মেদ (২৬), পিতা- মোঃ হাসান আলী স্থায়ী : গ্রাম- সেকচিলান, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (C8C3V) মোঃ আলাউদ্দিন (৫০), পিতা- মোঃ মোশারফ হোসেন স্থায়ী : গ্রাম- সেকচিলান, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশেকে ২০ (বিশ) গ্রাম শুকনা গাঁজা, মূল্য অনুমান-২,০০০/- (দুই হাজার) টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।