লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলী সংগীয় এএসআই (নিরস্ত্র) মোঃ রানা মিয়া, এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা সহ ইং ২৩/১২/২০২০ তারিখ ১৬.৫৫ ঘটিকার সময় লালপুর থানাধীন নুরুল্লাপুর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রতন প্রামানিক, পিতা- মোঃ আরাম আলী এর গুড় তৈরী করার কারখানার সামনে পশ্চিম দুয়ারী টিনের ছাপড়া ঘরের ভিতর হইতে আসামী ১. (3EY4M) মোঃ রাসেল (৩৫), পিতা- মোঃ আরাম আলী স্থায়ী : গ্রাম- নুরুল্লাপুর (দক্ষিনপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ২০ (বিশ) গ্রাম শুকনা গাঁজা, মূল্য অনুমান-২,০০০/- (দুই হাজার) টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage