লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) হাসান তৌফিকুল ইসলাম সংগীয় এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা সহ ইং ১৮/১২/২০২০ তারিখ ২০.১৫ ঘটিকার সময় লালপুর থানাধীন পালিদোহ গ্রামের কেন্দ্রিয় কবর স্থানের মেইন গেইটের সামনে লালপুর টু ঈশ্বরদী গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১. (4NRVQ) মোঃ সাহান (২৬), পিতা- মোঃ মজিবর রহমান স্থায়ী : গ্রাম- পালিদোহ, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১০ (দশ) পুড়িয়া শুকনা গাঁজা, ওজন-১৫ (পনের) গ্রাম, মূল্য অনুমান-২,০০০/- টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।