লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক সংগীয় এএসআই মোঃ শাহ আলম, এএসআই মোঃ মাসুদ রানা ইং ১২/১২/২০২০ তারিখ ২১.৩০ ঘটিকার সময় লালপুর থানাধীন দুড়দুড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ বজলুর রহমান (৩২), পিতা- মৃত তফের প্রামানিক, সাং-বেংগাড়ী চাঁদপুর, থানা-বাঘা, জেলা- রাজশাহী এর আম বাগানের মধ্যে হতে আসামী ১. (C38DG) মোঃ আহম্মদ আলী ওরফে টেক্কা (৫০), পিতা- মৃত দেসের উদ্দিন প্রামানিক স্থায়ী : গ্রাম- ওমরপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ৭০ (সত্তর) গ্রাম শুকনা গাঁজা, মূল্য অনুমান-৭,০০০/- টাকা সহকারে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয় যাহা লালপুর থানার মামলা নং-১১, তারিখ-১২/১২/২০২০খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) এর ১৯(ক)।